মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্বাসন দাও হে কবি

কবিঃ আবদুস শুকুর আলী মল্লিক

নির্বাসন দাও হে কবি
তোমাদের সাথে আর নয়
একাকিত্ব বেছে নিলাম।
মুখোশের আড়ালে থাকা
মানুষের সান্নিধ্য আর চাই না।
সবাই নিজেকে নিয়ে বড় ব্যস্ত
আমার কথা কেউ ভাবে না।
অবহেলা অনাদর বঞ্চনা
নিত্য আমার পাওনা।
দূরে অনেক দূরে চলে যেতে চাই
লোকালয়ের কোলাহল ছেড়ে
নির্জন গভীর অরণ্যে।
যেখানে শুধুই নিষ্পাপ পাখিদের
সবুজ বাতাসে আনাগোনা।
চাঁদের স্নিগ্ধতায় অবরুদ্ধ পৃথিবী
গাইবে না নতুন গানের সুরে
নতুন দিগন্তের গান।
পুরনো একঘেয়েমি জীবনচরিত থেকে
মুক্তির স্বাদ পেতে চাই।
বুক ভরে নিতে চাই সবুজ শ্বাস
আর পেতে চাই গভীর বিশ্বাস।
অবিশ্বাসের কালো ধোঁয়া চাই না
মেঘমুক্ত নির্মল আকাশ চাই।
গাঢ় অন্ধকারের বুক চিরে
সোনালী রঙের আলো নিয়ে আসুক
আগামী কালের জ্বলন্ত সূর্য।
নতুন সূর্যোদয়ের অপেক্ষায়
এখন আমি অপেক্ষামান।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024