শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নীল সাদা প্রেম

কবিঃ আফতাব মল্লিক

নদীর বুকে যৌবন নামলে যেমন কাশফুল ফোটে।
তেমনি নদীর কান্নারা সাগরে গিয়ে পড়লে-
ব্যাথা ভরা নদীর বুকে জেগে ওঠে চর ।
নিষ্পলক রাতের চোখও-
হয়তো কোনদিন-
সুখের ঘুমের আবেশে আনে ভৈরবী সুর ।
জীর্ণ হৃদয়ের দেওয়ালে-
কত স্মৃতি আঁকে শ্যাওলার ছাপ !
হয়তো কোনদিন শেষ হবে না রাত জাগা পাখির গান-
হয়তো মরতে গিয়েও মরা হবেনা মনমরা মুহূর্তগুলোর!
উদাস মনের আবেশে মেশে, আকাশের মেঘ মল্লার!
কোনদিন কি থামবে এ বুকের কান্নার স্রোত !
আধভেজা স্বপ্নের গায়ে কোনোদিন কি হাত বুলিয়ে দেবে –
ঘুম পাড়ানিয়া গান !
হয়তো বা কোন আশ্চর্য প্রদীপের ছোঁয়া আনবে-
অতীতের রূপকথা !
বইবে ফল্গু ধারা-
পথ খুঁজে পাবে আবছা জীবনের ছন্দ !
দিশাহীন হতাশার সাগরে , পাবে শুকতারা হৃদয় নাবিক !
মিঠেল হাওয়ায় আনবে বয়ে প্রেম,রাত প্রহরী !
ক্লান্ত চোখের কোণে –
আবার আনবে আলোর বন্যা, দল ছাড়া জোনাকি !
সুখের তুলিতে মুছবে –
চোখের দুপাশে শ্রাবনের রং!
আমার অতীত ভুলে তুমি রাখবে আমার হাতে হাত-
হয়তো সেদিন!
কত সহজেই কমে যাবে, এক নিমেষে বুকেদের পথ !
যে পথে হাত মেলাবে অজান্তে ,অন্তরের ভাষা!
দুকূল ছাপাবে ঢেউ –
নব যৌবনা মজে যাওয়া নদীটারও।
মুছে যাবে সব টুকু চিহ্ন ,বুক চিরে জেগে ওঠা চরের !
সেই সেদিনের !
আকাশ মাটিতে, নীল সাদা প্রেম করবে খেলা !
ফুটবে আবার পাড়ের কোল ঘেঁষে –
সাদা কাশ ফুল !!!!

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024