বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পথ চলিতে

কবিঃ মুহাম্মদ শামসুল হক বাবু

এক পা দু পা করে পথ চলিতে চলিতে
মাটির পথ ছেড়েছি বেশ আগেই
ইটের পথটাও পুরোনো হয়ে গেছে
এখন আমি পিচঢালা রাস্তায় হাঁটি
বেলেপাথর আর মার্বেলে ঢাকা
মোজাইকের কারুকাজ চারিদিকে
খামখেয়ালিপনা নেই আর অবশিষ্ট
আবেগ চলে গেছে সেই মধ্য প্রহরে
যেখানে জড়িয়ে ছিল আমার স্মৃতি
ছিল কিছু হাসি আর কিছু কান্না
বোধ হয় শেষ প্রাচীর দেখতে পাচ্ছি
মনে হয় অসীম হতে সীমায় এসে গেছি
দুর্দান্ত এক যুগ হতে যুগান্তরে চলেছি
কেউ চলে যাবে গ্রহ হতে গ্রহান্তরে
পড়ে থাকবে আমাদের সাজানো বাগান
ধন সম্পদ আত্মীয় স্বজন বন্ধুবান্ধব
পাড়াপড়শি আরও অনেকেই হয়তো
আমাদের আগে যাবে অথবা পরের ট্রেনের যাত্রী
পড়ে থাকবে আমাদের সাধের সেই সুন্দর ঘর
তোমার কাছে আমি- আমার কাছে তুমি হয়ে যাব পর!

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024