রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

পরম গুরু

কবিঃ চৈতালী দাসমজুমদার

পতি আমার পরম গুরু
আমার প্রিয় স্বামী,
সবার থেকে তিনি হলেন
আমার কাছে দামী।

মনের ঘরে আলো করে
আছেন আমার প্রিয়,
ভালোবাসা সুখ আর শান্তি
তাকেই প্রভু দিয়ো।

গয়না গাটি নয়কো খাঁটি
ভালোবাসার চেয়ে,
ভগবানের দেখা পেলাম
তাঁকে কাছে পেয়ে।

পতি হলো পরমেশ্বর
সবাই আমরা জানি,
তাইতো মোরা প্রতি পদে
তার কথাটা মানি।

তারই জন্য সিঁদুর পরি
বাসি তাকে ভালো,
সন্ধ্যাবেলায় তুলসী তলায়
জ্বেলে রাখি আলো।

ভালো বেসে কাছে এসে
আদর সোহাগ মাখি,
মনের ঘরে প্রেমের বাঁশি
যতন করে রাখি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১