বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

“পরী”

কবি: জাহিদ হাসান আবেদ

তুমি আমার পরী ছিলে,
আমার পরী হয়েই থাকবে।
হয়তো জীবনের শেষ বেলায় দুজনার দেখা না ও হতে পারে।
তবে তোমার প্রতিটা স্মৃতি আমাকে রোজ স্মৃতি কাতর করে।

ফেলে আসা সে সময় গুলো আজও মনে হলে,
কখনও নিজে নিজে হাসি।
আবার কখনও ভাবতে ভাবতে কখন জানি চোখের কোনে অশ্রু ভিজিয়ে যায়।

হয়তো হারানো সময়,
হারানো সে মায়া মুখ প্রিয় পরীকে ফিরে পাওয়া কখনও সম্ভব নয়।
কিন্তু রেখে যাওয়া পরীর প্রতিটা স্মৃতি প্রতিটা কথা রোজ পরীর কথা ভাবতে বাধ্য করায়।

আমি নয়, সময় বুঝাবে তোমাকে আমার মূল্য।
পরীর এ কথাটুকু যে ভীষণ সত্য।
সত্যিই আজ সময় বুঝায় পরীর মূল্য।
প্রতিটা মুহূর্ত আজ ঘোমরে কাঁদলেও
না কাউকে যায় বলা, না যায় জোর চিৎকারে কান্না করা।

পরীহীন রাজ্যটাই আমার ভীষণ অসহায়,
আর ভয়ানক ক্ষুধার্ত।
এ তৃষ্ণা মিটিবার নয়।
এ আর্তনাদ নীরব আর্তনাদ।
কিছুতেই মিটে না এ ক্ষুধা।

তার অবহেলা গুলো আমাকে আরো শিখিয়েছে কি করে আরো ভালোবাসতে হয়।
তার তাচ্ছিল্য ভাষা গুলো শিখিয়েছে কিভাবে ভালোবাসার মানুষটার সাথে কথা বলতে হয়।

আজ ভীষণ অসহায় আমি।
আর আজ নেই ও আমার আগের মত পাগলামী।
যেই পাগলামো সামালাতে সামলাতে মায়া পরীটা ডাকতো পাগল নামটি ধরে।

কিন্তু আজ এসব বলেই বা কি লাভ?
ভিতর জুড়ে একটা ক্ষত, মায়া মুখের পরীটার অভাব।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024