রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

পুরুষ কুকুর

কবিঃ শাহী সবুর

পাঁচটি পুরুষ কুকুর সেদিন
রাস্তার পাশে বসে আছে,
কৃষ্ণ পক্ষের অষ্টমীতে
কেউ ছিল না ধারে কাছে।
ভিন গাঁয়ের এক মেয়ে কুকুর
যেতে ছিল সে পথ রেখে,
হঠাৎ করে থমকে দাঁড়ায়
পাঁচটি পুরুষ কুকুর দেখে।
মেয়ে কুকুর চিন্তা করে
একা আমি এত রাতে,
ওরা যদি ধরে আমায়
জীবন যাবে ওদের হাতে।
কি করা যায় কোথায় যাবে
মেয়ে কুকুর ভাবতে থাকে,
মাথার উপর মহাবিপদ
এখন সে আর ডাকবে কাকে?
দূরের থেকে কুকুরগুলো
দেখে তারা বুঝতে পরে,
দলের থেকে একটা কুকুর
জোরছে ডেকে বলছে তারে।
ভিন গাঁয়ের ওই বোনটি তুমি
তোমায় আমরা বলছি শোন,
আমরা সবাই পুরুষ কুকুর
তবু তোমার ভয় নেই কোন।
দলের নেতা উঠে দাঁড়ায়
বলতে থাকে লেজটি নাড়ি,
আমরা কুকুর মানুষ তো নই
নিরাপদে যাওগো বাড়ি।।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১