শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রিয় লতাজী

কবিঃ পত্রলেখা ঘোষ

কোকিলকন্ঠ স্তব্ধ হলো
মন করে আনচান,
সম্মোহিনী সুরের জাদু
ভরাও সবার কান।

সরস্বতী মায়ের সাথে
স্বর্গে গেলে তুমি-
হৃদয় জুড়ে শূন্যতা আজ
তোমার চরণ চুমি।

স্বর্গ যে আজ ধন্য হলো
ভাসবে সুরের ধারা,
মনোমাঝে রয়ে যাবে
ও সঙ্গীত মনকাড়া।

ভারতরত্ন ধন্য হলো
তোমার হাতে এসে-
লতার মতোই জড়াও সবে
মিষ্টি মধুর হেসে।

অমৃতধামে ভালো থেকো
এটাই শুধু চাই,
অদ্বিতীয়া প্রিয় লতাজী
তোমার মৃত্যু নাই।

মন নয় আজ ভারাক্রান্ত
মৃত্যু বিরহ শোকে
সঙ্গীতের সরস্বতীকে
রাখবে মনে লোকে।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024