শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রেমের বর্ণমালা

কবিঃ হারুনুর রশীদ

অ — অলি হয়ে মনটা আমার নানা গুলবাগিচায়
প্রেমের সুধা যেচে যেচে গুণগুণিয়ে গায়।

আ — আগুন রাঙা ফাগুনের ফুল, চোখে লাগে ধাঁ-ধা;
বাউণ্ডুলে মন পড়তে চায় প্রেমের সুতোয় বাঁধা।

ই –- ইঁচড় পাকা খচ্চর কিছু বন্ধু জোটে ভালে,
ভাবি, বুঝি দখনে হাওয়া লাগে প্রেমের হালে!

ঈ –- ঈপ্সা বাড়ায়, উচ্ছ্বাস ছড়ায় ভেতরে ও বাইরে,
এমন বিত্ত প্রেমের চিত্ত কোথাও যেন নাই রে!

উ –- উল্লাসে মন বাঁধনহারা! না হয়ে সংযত
উলুবনে ছড়িয়ে দিই মণি-মুক্তো যতো।

ঊ — ঊর্ধ্বশ্বাসে ছুটে বেড়াই কত্তো জনের পিছে;
কারও কাছে পাত্তা না পাই, ঘোরাফেরাই মিছে!

ঋ — ঋণের জোরে ঋষি ধরে তাবিজ-কবচ আনি;
দিনে দিনে বাড়ে শুধু অধমের হয়রানি!

এ — এক সময় তো আকাঙ্ক্ষিত প্রেমের সন্ধান জোটে;
দিকে দিকে থেকে থেকে নানা বদনাম রটে!

ঐ — ঐশী গজব হঠাৎ করে পড়ে মাথার ‘পর ;
বাইরে গেলে শত্রুর হানা! নরক যেন ঘর!

ও — ওরাং ওটাং হলেম যেন চিড়িয়াখানায়!
নানাজনে নানারূপে বিদ্রুপে ভ্যাংচায়!

ঔ — ঔচিত্য সব ভুলে গিয়ে দিশেহারা আমি;
অগ্নিগিরি বুকে নিয়ে কাটাই দিবাযামী!

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024