রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বেলা শেষে

কবিঃ এম এ মানিক

বেলা শেষে সবাই মোরা
হয়ে যাই যে একা,
দিনের আলো নিভে গেলে
রাতে সবই ফাঁকা!

একটু বাদেই বর্তমান টা
হয়ে যাবে অতীত,
স্মৃতির পটে রয়ে যাবে
ছলনার সব পিরিত।

ভবিষ্যৎ টা অচিন পাখি
দূর আকাশে উড়ে,
মোহ মায়ায় ভাসায় ভেলা
জীবন নদীর তরে!

বর্তমান টা ভালো হলে
জীবন সুখের হবে,
এই কথাটি মনে রেখে
চলবো মোরা সবে।

ক্ষণিক সুখের লাগি মোরা
কতোই না ছল করি,
বুঝবে সেদিন বন্ধ হলে
জীবন নামের ঘড়ি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১