শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্যাকুল হলো প্রাণ

কবিঃ চৈতালী দাস মজুমদার
বাংলা ভাষার আহ্বানে ব্যাকুল হলো প্রাণ,
তাইতো এসো খুশি হয়ে বাংলাতে গাই গান।
বাংলা আমার সবুজ বরণ মাঠে ভর্তি ধান,
বুকের মাঝে দহন জ্বালা রাখনা মায়ের মান।

বাংলা ভাষার জন্য কতো শহীদ হলো ভাই,
তাইতো আজ ও ভাষার জন্য রক্ত দিয়ে যাই।
বাংলা আমার মিষ্টি মধুর দই ওয়ালার হাক,
সন্ধ্যাবেলায় শুনতে পাবে ঝিঁ ঝিঁ পোকার ডাক।

বাংলা আমার রক্তে ভেজা একুশে ফেব্রুয়ারি,
তারই জন্য আজকে মোরা বাংলা বলতে পারি।
বাংলা আমার শান্তিনিকেতন কবিগুরুর সুর,
স্বচ্ছ শীতল পদ্মা নদী দেখো বইছে বহু দূর।

বাংলা আমার কাজী নজরুল কবিতার ছড়াছড়ি,
বাংলার মাঠে মারাদোনা দেখো দিচ্ছে গড়াগড়ি।
বাংলা আমার পাহাড় ঘেরা স্নিগ্ধ ঝর্ণা ধারা,
বাংলা আমার বাউল হাতে ওই দেখো একতারা।

বাংলা মানে খোকার হাতে নতুন সহজ পাঠ,
বাংলা মানে ভোরের সকাল সামনে গড়ের মাঠ।
বাংলা ভাষায় কবিতা লিখি শ্মশানে জ্বলছে লাশ,
শরীরে বইছে রক্ত নদী তবু ও বাঁচার আশা।

বাংলা আমার মায়ের আঁচল ধৈর্য সীমার বাঁধ,
সেই আঁচলে দুধের শিশু যত খুশি তোরা কাদ।
বাংলায় লেখো বাংলায় পড়ো বাংলা কথা বল,
আজকে দেখো একুশ তারিখ শহীদ মিনার চল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

All Rights Reserved ©2024