শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভালোবাসার চিত্রপট

কবিঃ মহীতোষ গায়েন

একটা সুন্দর সকাল দেবে বলেছিলে;কথা ছিলো
যে সকালে ফুটবে গাছে গাছে ফুল,পাখিরা গাইবে
ভালোবাসার গান,যে গানে শান্তি ,সুখের আবেশ…
কত সকাল গড়িয়ে দুপুর এলো…
তুমি সকাল দিলে না।

একটি নির্জন দুপুর দেবে বলেছিলে;কথা ছিলো সে
হলুদবাটা দুপুরে ছায়াবৃত কুমারী অশ্বত্থ হবে তুমি;
সমস্ত ক্লান্তি ভুলে নিরাপদ আশ্রয় পাওয়া হলো না,
কত দুপুর গড়িয়ে বিকেল এলো…
তুমি অশ্বত্থ হলে না।

এক গোধূলির সন্ধ্যা দেবে বলেছিলে;কথা ছিলো
যে বিকেলে উদাসী মন হারাবে বাউল অনুরাগে…
মন দেওয়া নেওয়ার নৌকা ভাসে উজানে,পাখিরা বাসায়,রাখালেরা ফেরে ঘরে,সন্ধ্যা নামে চরাচরে…
তুমি আর ফিরলে না।

এক জোৎস্নালোকিত মায়াবী রাত দেবে বলেছিলে;
যে রাতে দক্ষিণা বাতাসে ছড়াতো প্রেমের সৌরভ,
দু’জনের হৃদয়,নদী,উপনদী,উপত্যকা ভাসতো অনাবিল মিলনের স্রোতে…
চাঁদ ডোবা রাতে ভালোবাসা মরে মজা নদীর চরে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024