বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মধ্যবিত্ত জীবন ধারা

কবিঃ এস এম শহীদুল্লাহ

মধ্যবিত্তের সংসার জীবন,
হতাশায় সারাক্ষণ,
নুন আনতে পানতে ফুরায়,
তাদের যখন তখন।

মধ্যবিত্ত সব হাজার স্বপ্ন,
পোষণ করে মনে,
স্বপ্নের মাঝেই বাঁচে তারা,
সারাবেলা সারাক্ষণে।

মধ্যবিত্তের সকল স্বপ্ন,
ধুলায় উড়ে যায়,
তবুও তারা বেঁচে থাকে,
জীবনের তাড়নায়।

মধ্যবিত্ত সকল লোকের,
লজ্জাতে চোখ ভরা,
এই সমাজে বেঁচে থেকে,
ডুকরে মরে তারা।

সততা আর ন্যায়নিতী হয়,
মধ্যবিত্তের ধারা,
হাহাকার আর শত অভাবে,
অটুট থাকে তারা।

মধ্যবিত্তের সংসার সব,
চাহিদার নাই শেষ,
শত চাহিদার মাঝে সবাই,
বেঁচে থাকে বেশ।

মধ্যবিত্তের সব দেখে স্বপ্ন,
সদাই চোখে মুখে,
শত বিপদ তারা দেয় পাড়ি
মরে ধুকে ধুকে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024