শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মানিক রতন

                      কবিঃ শাহী সবুর
মানিক রতন দুটি ভাইয়ে হাতে গুলতি নিয়ে,
সকাল বেলায় যেতে ছিল গাঁয়ের রাস্তা দিয়ে।
রতন বলে দেখ দাদা ওই যে ডালে পাখি,
আমি দেখছি পাতার ফাঁকে তুমি দেখছো নাকি?
মানিক বলে দেখা দেখি বসা সে কোন ডালে,
গুলতি টেনে মারি তাকে আজ প্রভাতের কালে।
রতন বলে ওই দেখা যায় ঘাপটি মেরে আছে,
টের পেলে সে উড়ে যাবে আর যেও না কাছে।
মানিক তখন গুলতির ছিনায় মাটির গুলি নিয়ে,
নিরিক ধরে ছুড়লো গুলি লাগলো মাথায় গিয়ে।
গানের পাখি সকাল বেলায় মাটির গুলি খেয়ে,
ডাল ছেড়ে সে ছটফটিয়ে পড়লো নিচে গিয়ে।
মানিক রতন মহা খুশি পাখিটাকে মেরে,
মন আনন্দে দুটি ভাইয়ে নিজের ঘরে ফেরে।
পাখিটাকে দেখে তখন বাবা বলেন ডেকে,
কি কারণে বল তোমরা মেরে আনছো একে?
বিনা দোষে এখন যদি তোমাদের কেউ মারে,
বল দেখি তোমরা কি আজ ছেড়ে দিবে তারে?
তোমরা দু’ ভাই যা করেছো তা কি অন্যায় নয়?
বাবার কঠিন ধমক খেয়ে দু” ভাই পেল ভয়।
মানিক রতন কেঁদে বলে গুলতি দিলাম রাখি,
আর কোন দিন মারবো না ওই বনের গানের পাখি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024