শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মায়ার ইন্দ্রজাল

কবিঃ সৈয়দ রনো

মায়ার ইন্দ্রজালে সংগোপনে কাঁদে অতৃপ্ত আত্মা
ব্যথিত হৃদয়ের কম্পমান স্রোতে
ভাঙতে থাকে বুকের পাঁজর
মাহফিলের জিকিরে প্রতিধ্বনিত হয় আত্মচিৎকার

বাতাসের বিমূর্ত ব্যাকারণ বুঝে না আবেগি মন
সাগর সঙ্গমে পুড়িয়েছে চৈত্রের দাবদাহ
শিল্পকলার শৈল্পিক বন্ধন

সারল্যবেষ্টিত কৈশোরে
প্রাগৈতিহাসিক জরাজীর্ণ আলপথ ধরে হাঁটতে হাঁটতে
হাঁটার ক্লান্তিতে বুঝেছি রাস্তার দূরত্ব
ঝাপসা চোখে দেখেছি
বাক বদলের বাঁকে
ফনাতুলে দাঁড়িয়ে আছে
বিষধর সাপ

জাতিসংঘের সুরক্ষিত কক্ষে বসে
বেহিসেবী একদল চাটুকার
কথার পৃষ্ঠে কথা লাগিয়ে
সুজ দিয়ে এফোঁড় ওফোঁড় করে সেলাই করে
কথার মলাট
মানবতার কৃত্রিম সুরে
সমবেত কন্ঠে গাইতে থাকে
সক্ষমতার জয়গান

ইদানীং কোন কাজেই মন বসে না
নিভু নিভু পিদিমের আলোতে
দেখতে ইচ্ছে করে না নিজের অস্তিত্ব
ইতিহাস ঐতিহ্য ভূগোল দর্শন শাস্ত্র ভুলে
পাষাণ্ড পৌরুষ আমি
শুধু ভালো লাগার অন্ধ মোহে
বিবেকের ইজেলে ভিজিয়ে রাখি
প্রেয়সীর এক চিলতে হাসি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024