শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

মুখোশধারী

কবিঃ সাহানুকা হাসন শিখা

শুনো হে সহজ মনের মানুষ।
সময় থাকতে তোমরা মাথায় আনো হুঁশ।
দুর্বলের উপরে সবলের অত্যাচার
চলে আসছে চিরকাল।

এই, পিশাচ অত্যাচারী,মুখোশধারী,
তোদের ভয় পায় করোনা মহামারী।
ছলেবলে কৌশলে নিরীহ জনে
চালিয়ে যাস বাহাদুরী।

একবার উপরে তাঁকিয়ে দেখ
তোর চেয়েও সবল,আছে আরেকজন,
তার কাছে তুই দুর্বল ধুলিকণা
দেখিস নি তো তার কারিশমা!

তোর জীবদ্দশায় তোকেও খাবে কুরি।
প্রমাণ যে আছে ভুরি ভুরি।
মানুষের অর্থের দুর্বলতা,
নিয়ে করিস তাকে অবহেল।

চাস তোর কাছে করুক মাথা নত
ভিখারি সাজুক প্রতিনিয়ত।
টাকা পয়সা হাতের ময়লা,
গুনীজনের কাছে সেটা কয়লা।

একদিন শেষ হবে তোর খেলা
অর্থের সিন্দুকে পড়বে তালা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১