বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যার ডাকে পেলাম

কবিঃ বিচিত্র কুমার

যার ডাকে পেলাম আমরা অধিকার এই স্বাধীনতা
রক্তজবাতে রাঙানো লাল সবুজের উড়ন্ত পতাকা,
আমি বলছি সেই বীরপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা
যার শোকে রক্তাক্ত আগস্ট কাঁদে জাতি পায় ভীষণ ব্যথা।

তিনিই ফিরিয়ে দিয়েছেন আমাদের লক্ষকোটি শহীদের রক্তের বিনিময়ে
এই দেশ এই মাটি নদ নদী বন
গাছ ভরা ফুল ফল নদী ভরা জল গোলা ভরা ধান পাখির কণ্ঠে গুঞ্জন,
চাঁদ তারা ফুল পাখি জোছনা ও জোনাকিদের অবাধ মিলন
গ্রহ পৃথিবী আকাশ বাতাসের এই মধুর বন্ধন।

সে এদেশের মানুষের মুখে ফুটিয়েছিলো একরাশ হাসি
মাঠে-ঘাটে রাখাল বাজিয়েছিলো বিজয়ের বাঁশি,
যিনি এই ভাষায় এই সুরে এই সংগীতে স্বপ্ন এঁকেছিলো বুকের ভিতর
একটা স্বাধীন ভূ-খণ্ডের এই স্বাধীন বাংলাদেশের।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024