বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শান্তি চুক্তি

কবিঃ রাসেল আহমেদ সাগর

কি লাভ বলো চল-চাতুরী টালবাহানা করে
বরং এসো শান্তি চুক্তিতে সাক্ষর করি,
মান অভিমান, মিথ্যা অপবাদ, অভিনয় বাদ দিয়ে
ছোট্ট একটা সুখের নীড় গড়ি।

সেই নীড়ের চালে টপটপ করে
পড়বেনা আঁখি জল,
কালবৈশাখী ঝড় কখনো আনবেনা আঘাত
থাকবে সততা বিশ্বাস আস্থা অবিচল।

বিদ্যুতের প্রয়োজন নেই
ভালবাসার আলোয় আলোকিত হবো দুজন,
দেখবেনা লোক বাড়বেনা ঝামেলা
শুনবোনা কারও কথা এমনকি পাখিদের গুঞ্জন।

ব্যালকনিতে দাঁড়িয়ে দেখবো পূর্ণিমার চাঁদ,
হাজারো তাঁরার ভীড়ে ঝলমলে সুখ তাঁরা,
আলতো স্পর্শে জুড়াবে প্রাণ
দেহমন হয়ে যাবে দিশেহারা।

নিদ্রাহীন কাটবে রাত মধুর আলাপনে,
চুটিয়ে করবো প্রেম চলনা দুজনে ,
আত্মার সাথে আত্মার হবে মিলন
গুনগুন করে গাইবো গান আপন মনে।

অহেতুক ঝগড়া বাদ দিয়ে
শান্তি চুক্তিতে দুজনে সই করি,
চোখের জল বুকের কষ্ট অন্তরে রক্তক্ষরণ
সবকিছু বন্ধ শক্ত করে হাত ধরি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024