মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

সব সংলাপ কাল্পনিক নয়

                     কবিঃ মহীতোষ গায়েন
কাল্পনিক সংলাপে আর কতকাল
আর কতকাল এভাবে দিনযাপন,
বাঁশ বাগানের ফাঁক দিয়ে মায়াবী
চাঁদ ডেকে বলে,কে আছো আপন?
 
রাত্রি গাঢ়,হিমেল হাওয়ায় ওড়ে চুল,
নির্ঘুম চোখ,স্মৃতি যায়,স্মৃতি আসে,
প্রেম,ভালোবাসা সবই আপেক্ষিক
কৃষ্ণচূড়া গাছ ডাকে,এসো পাশে।
 
শেষে ভালোবাসা আসে,আসে প্রেম,
রেখে যায় মায়া,রেখে যায় সংলাপ…
বাউল ফকিরের মত দেউলিয়া হৃদয়,
তীব্র প্রত‍্যাশা করে আশাবরি আলাপ।
 
শীতকাল এসে চলে যায়,বসন্তের গাছে
গাছে ফোটে বাহারি ফুল,মনও বদলায়,
সংলাপ অস্ত যায়,সব সংলাপ কাল্পনিক
নয়,কল্পনার আকাশে রামধনু জীবন্ত হয়। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১