শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সময়

কবিঃ আফিয়া বেগম শিরি (যুক্তরাজ্য)

কেটে যায় দিন
হয়ে যায় রাত
এভাবে এক সময়
হয় যে প্রভাত।

শুরু হয় যান্ত্রিক
জীবনের চাকা
কারো জন্য সোজা
কারো জন্য বাঁকা।

গথ বাঁধা সময়টুকুন
এরই নাম জীবন
হেসে খেলে পার করো
আছে যতক্ষন।

নিয়মের ঘড়ির কাটা
চলছেই চলবে
যতই বাঁধা আসুক
কখনও না থামবে। 

এ ভাবে এক সময়
হয়ে যাবে ইতি
থেকে যাবে জীবনের
যতো ভূল ভ্রান্তি।

আছে সময় যতক্ষন
করে মন উজাড়
করজোড়ে হাত তুলো
প্রভুর দরবার।

 

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024