বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বপ্নরা এলোমেলো বিনিসুতায়

কবিঃ এমএ সহিদ খান

কেউ নদী ।
আকাশের ঠোঁট ।
ছল করে আসে পিপাসার । কেউ উলের ব্রিজ ।
কেউ পশমের সোয়েটার ।
কেউ আশার কর্পূর ।
ওড়াতে চায় মেঘের হাতঘড়ি । কেউ আমাকে কানে কানে শোনে।
কাউকে আমি বৃষ্টি ভিজে পড়ি । কেউ বরাবরের চেনা।
বাড়িয়ে আছি হাত।
কেউ প্রিয় সবুজ ।
কমল হীরের আঁচ।
কেউ আমার স্বপ্নে আসে।
আমি কাউকে স্বপ্ন ভেঙে খুঁজি। কেউ ঘুমের অলিভরঙে । কাউকে আমি ফোঁটা ফোঁটা বুঝি জীবনের সাতরঙে।

কেউ ছবি করে।
কেউ গানআঁকাচাঁদ।
কাউকে সারারাতভর খুঁজি …

তবে কেনো জানি আজকাল
ভাবনার স্বপ্নরা কোয়াশিয়া তমসাচ্ছন্ন
এলোমেলো বিনীসুতায়…..

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024