শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

” স্বপ্ন ভঙ্গ “

কবিঃ মোহাম্মদ আংগুর মিয়া

স্বপ্ন ভঙ্গের যন্ত্রনা অনুভব করতে হয়
নীরবে দুঃখ নিয়ে মনে
জীবনের অনেক সুন্দর স্বপ্ন বাস্তবে রূপ
পায়না আমাদের জীবনে।

বিলাত প্রবাসীদের স্বপ্ন ছিল একদিন
বিলাত ছেড়ে দেশে যাবে ফিরে
ধন সম্পদ বাড়ী ঘর করেছিল সবাই
অনেক যত্ন সহকারে।

দেশে ফেরা সম্ভব হয়ে উঠলোনা শেষ বয়সে
পৌঁছে বিভিন্ন কারণে
স্বপ্ন ভঙ্গের এই হতাশা অনুভব করে প্রবাসীরা
আক্ষেপ করে মনে মনে।

অনেক ছেলে মেয়ে বিলাত আসে বৈবাহিক সূত্রে
জীবনে সুখী হবার আশায়
বিদেশ আসার কিছুদিন পর অনেকের এই স্বপ্ন
ভেঙে চুরমার হয়ে যায়।

ছেলে মেয়েরা বড় হয়ে থাকে দুই দেশে
সম্পূর্ণ ভিন্ন পরিবেশে
এদের মনের মিল প্রায়ই হয়না করুন
পরিণতি দেখা দেয় অবশেষে।

নিষ্পাপ দুটি জীবনে অনেক দুঃখ নেমে আসে
ভাসে দুঃখের সাগরে
সুন্দর দুটি জীবনের আশা আকাঙ্খার ইতি ঘটে
নিদারুন কষ্ট সহ্য করে।

অনেক শিক্ষিত ছেলেরা বিদেশে চলে যায়
ভাল চাকুরীর আশায়
বিদেশে ভাল সুযোগ সুবিধা পেয়ে অনেক
ছেলেরা বিদেশেই থেকে যায়।

পিতা মাতা বাস করে নিজ বাড়িতে ছেলে
টাকা পাঠায় প্রতি মাসে
টেলিফোনে কথা বলতে হয় ছেলেকে মা বাবার
সাথে ঐ দূর প্রবাসে বসে।

শেষ জীবনে পৌঁছে পিতা মাতাকে থাকতে হয়
দেশে একেবারেই একা
স্বপ্ন ভঙ্গ অনুভব হয় মনে সব সময় যখন
ছেলের সাথে হয়না দেখা।

সচ্ছল পরিবারের স্বপ্ন ভঙ্গের ছবি দেখলে
দারুন চিন্তা জাগে মনে
মানুষ কি স্বপ্ন নিয়ে জীবন শুরু করে থাকে
আর কি ঘটে যায় জীবনে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024