রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

হিজরা

কবিঃ মোঃ আবুল হোসাইন

মানুষ করে পাঠায় স্রষ্টা
কত নানান রঙে,
এমন একটা শ্রেণী আছে
চলেও আজব ঢঙে।

দেখতে তাদের নারী-পুরুষ
মানুষের ন্যায় চলে,
হঠাৎ করেই নারীর কন্ঠে
পুরুষের বোল বলে।

নর চলাতে নারীর ধরন
হেলে দুলে চলে,
পুরুষ কন্ঠে কোকিলের সুর
হিজরা তাকে বলে।

হিজরা হলে এই সমাজের
সবাই ভাবে নীচু!
রঙ্গলীলা দেখতে তাদের
সকলে নেয় পিছু।

সংসারে নাই কোন দরকার
স্কুলে যেতে মানা,
সম্মান হানি হবে জেনে
আপন সাজে কানা।

ভাগ্য তাদের করে তাড়া
হয়ে আপন হারা,
তাদের মতো লোকের সাথে
আনন্দে রয় তারা।

জাত ও পাতের এই ভেদাভেদ
মানুষ কেন টানো!
মানুষ সবে স্রষ্টার সৃষ্টি
সেই সত্য কি মানো?

হিজরা ভুলে আমরা যদি
তাদের পাশে থাকি,
সুন্দর জীবন দেখতে পারবো
মন বাগানে রাখি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১