বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হৃদয় মাঝে অথৈ আঁধার

কবিঃ শাহী সবুর

হৃদয় গঙ্গায় উর্মি দোলায়
অতীত স্মৃতি উঠছে দুলে,
আমি তোমার সুজন ছিলেম
হয়তো তুমি গেছ ভুলে।

জল কেলিতে ভিজেছিলেম
শাওন মাসের তেজকটালে
হৃদয় ছোঁয়া হাসি দিয়ে
তুমি আমার মন পটালে।

জলকেলির সে জলের ছোয়ায়
মনের মাঝে দহন ধরে,
ভালোবাসার কাঙ্গাল এ মন
আজও আমার কেঁদে মরে।

মনের মাঝে আকাশ গঙ্গায়
এ মন তোমায় আজও খোঁজে,
ভাবনাতে যে মন উদাসী
বোঝালে আর সে কি বোঝে?

হয়তো তুমি ভেসে গেছো
নবীন মাঝির ভাবের নায়ে,
ভালবাসর বাউল সঙ্গে
ঘুরে বেড়ায় নানান গাঁয়ে।

দিন কেটে যায় তোমায় খুঁজে
রাত কাটে না তোমায় ভেবে,
মনে ভাবি আবার তুমি
কাছে এসে দেখা দেবে।

মন যে বলে আসবে তুমি
আঁখি বলে আসবে না আর,
আলোয় ভরা পৃথিবীতে
হৃদয় ভরা অথৈ আঁধার।।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024