মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ওয়ারেন সিটিতে কাউন্সিলর পদে লড়তে চান কবির আহমেদ

মিশিগান প্রতিদিন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের ওয়ারেন সিটির নির্বাচনে ২নং ওয়ার্ড থেকে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করলেন বাংলাদেশি আমেরিকান কবির আহমেদ।

গত ২৬ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যায় নগরীর আল-শাহী প্যালেসে অনুষ্টিত এক নির্বাচনী প্রচারণা সভায় ওয়ারেন সিটিতে কাউন্সিলর প্রার্থী হিসাবে লড়বেন বলে ঘোষণা দেন তিনি।

রফিক উদ্দিন ও সরওয়ার সিকদারের যৌথ পরিচালনায় কয়েকশ প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে এ সভায় হ্যামট্রামিক সিটির সাবেক এবং বর্তমান কাউন্সিলরগণ ছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মিশিগানে প্রায় ১ লক্ষ প্রবাসী বাংলাদেশির বসবাস। যার অধিকাংশই ডেট্রয়েট, হ্যামট্রামিক, ওয়ারেন এবং ষ্টারলিং হাইটস সিটিতে বসবাস করেন। হ্যামট্রামিক সিটিতে ৩ জন নির্বাচিত কাউন্সিলর থাকলেও ওয়ারেন সিটিতে কোন বাংলাদেশি কাউন্সিলর নেই। আসছে সিটি নির্বাচনে প্রবাসী ভোটাররা কাউন্সিলর হিসেবে একজন বাংলাদেশি আমেরিকানকে দেখতে চান।

সভায় বক্তারা তরুন ব্যবসায়ী ও সমাজসেবক কবির আহমেদ কে নির্বাচন করার অনুমতি ও কবির আহমেদের পক্ষে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গিকার করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১