রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বালের কাহিনী

লেখক- কামাল উদ্দীন (মিশিগান): বেশ কিছুদিন থেকে ফেইসবুকে ওয়ারেন আল শাহী পেলেসের নিগেটিভ কিছু পোস্ট চোখে পড়ে আসছিল। যেমন এই রেস্টুরেন্টের খাবার ভাল না , ফুডের মধ্যে এটা সেটা পাওয়া যায়।একদম নতুন একটি ব্যবসা প্রতিষ্ঠানের এই সব নিগেটিভ রিভিউ গুলো কমিউনিটির দু,একজন ফালতু নেতা নিজের ফেইসবুকে শেয়ার দিচ্ছেন। ভাবলাম একটু ইনভেস্টিগেশন করা প্রয়োজন। রেস্টুরেন্টের শেফ ইন্ডিয়ান একজন ভদ্রলোক। আমি হিন্দিতে কথা বলতে পারি না। হিন্দি বাংলা মিশিয়ে জিজ্ঞেস করলাম , “ফুডে বাল কিউ “ ? ও আমাকে বলে “আমারতো বাল- ই নেহি “। এই বলে সিকুরিটি ক্যামেরার একটি ক্লিপ দেখালো।আমি হতবাক! একজন বাঙ্গালী কাস্টমার ভাই নিজের বাল ফুডে মিশিয়ে নিজেই আহার করছেন এবং রেস্টুরেন্টের কর্মরত একজনকে ডেকে বালের কমপ্লেইন করছেন। ভিডিও ক্লিপটি এক বন্ধুকে দেখিয়েছিলাম। তিনি ফেইসবুকে শেয়ার দিতে বলেন। আমি সেটা থেকে বিরত থাকলাম। ভাবলাম বাল মিশ্রিত ফুডের কাস্টমার ভাই আপনার আমার হয়তো পরিচিত লোক হবেন, বিচারা লজ্জা পাবে। তা’ছাড়া ওনার পরিবার পরিজন কি ভাববে ! হয়তো আমার মত উনারও ছেলে মেয়ে আছে। সামান্য একগাছী বালের জন্য ওনার এতো বড় সর্বনাশ আমার জন্য সম্ভব নয়।  প্রশ্ন শুধু একটাই , যারা নিজেকে কমিউনিটির নেতা ভাবে , তাঁরা কেমন করে একটি নব্য ব্যবসা প্রতিষ্টানের প্রতি এত প্রতিক্রিয়া দেখায় ?

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১