সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে মিশিগানে আওয়ামী লীগের মানববন্ধন

দেশ বিরোধী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সবাই‌কে রুখে দাঁড়ানোর দাবী‌তে মিশিগানে ‌ বিশাল মানববন্ধন ক‌রে‌ছে মিশিগান মহানগর আওয়ামী লীগ, মিশিগান স্টেইট যুবলীগ, মিশিগান স্টেইট স্বেচ্ছাসেবক লীগ ও মিশিগান স্টেইট ছাত্রলীগ।

রবিবার (২৪ অ‌ক্টোবর) দুপু‌র ১ ঘটিকায় হ্যামট্রামেক সিটির কনান্ট এভিনিউস্থ বঙ্গবন্ধু ম্যুরাল প্রাঙ্গনে এ মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়।

মিশিগান মহানগর আওয়ামীলীগের সভাপতি জনাব আব্দুস শাকুর খাঁন মাখনের সভাপতিত্বে ও মিশিগান স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজা জুনেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মিশিগান মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুতালিব যুগ্ন সম্পাদক মৃদুল কান্তি সরকার,

মিশিগান স্টেট যুবলীগের সভাপতি মো জাহেদ মাহমুদ আজিজ সুমন,যুগ্ন সাধারণ সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী ইভান,সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইয়াহিয়া,

মিশিগান স্টেট সেচ্ছাসেবকলীগের আহ্ববায়ক ইজাজুল ইসলাম মিশিগান স্টেট ছাত্রলীগের আহ্ববায়ক খাজা আফজাল হোসেন, পঙ্কজ দাস, নিপেশ সুত্রধর, সৌরভ চৌধুরী, প্রিয়াংকা চক্রবর্তী প্রমুখ।

এসময় বক্তারা বলেন অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ কিছু অসাধু ব্যক্তি রাজনৈতিক ভাবে ফায়দা লুটতে কুমিল্লায় হিন্দুদের দূর্গাপুজার মূর্তি পায়ের কাছে পবিত্র আল কুরআন রেখে যারা দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে চায় তাদের প্রতিহত করার জন্যে দেশের শান্তিপ্রিয় মানুষের প্রতি আহবান জানান।