বুধবার, ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সৈয়দপুর শাহারপাড়া ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান আবুল হাসানকে ফুলেল শুভেচ্ছা

কামরুজ্জামান হেলাল: সিলেটের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউপি পরিষদ নির্বাচনে মো: আবুল হাসান চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানালেন মিশিগান স্টেট যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইয়াহিয়া।

সৈয়দ ইয়াহিয়া বলেন, ওই ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মো: আবুল হাসান ভাই তাঁর বিলাস বহুল প্রবাস জীবন রেখে জীবনের দীর্ঘ ২১টি বৎসর ইউনিয়নের গরীব দু:খী ও মেহেনতী মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে গেছেন। গত নির্বাচনে মাত্র ২৩ ভোটের ব্যাবধানে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। এই ভূলের মাশুল ইউনিয়নের মানুষকে গত ৫টি বছর দিতে হয়েছে। তাই এবারের নির্বাচনে ইউনিয়নের মানুষ দলমত নির্বশেষে হাসান ভাইকে বিপুল ভোটে জয়ী করেছে। এজন্য তিনি সৈয়দপুরবাসীসহ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

শেয়ার করুনঃ