শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

টিকা নেওয়ার পর করোনা হলেও কমাবে মৃত্যুঝুঁকি

টিকা নেওয়া সবাই শতভাগ সুরক্ষা পাবে কিনা এ প্রশ্ন ছিল আগেই। টিকা নেওয়ার পরও কেউ কেউ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, টিকা নেওয়ার পর সংক্রমিত হওয়া স্বাভাবিক ঘটনা। তবে টিকা নিলে জটিলতা দেখা দেবে না। মৃত্যুঝুঁকিও অনেক কমে যাবে। মিশিগান রাজ্যের বিউমন্ট হেলথ প্রকাশিত একটি নতুন গবেষণায় দেখা গেছে যে করোনাভাইরাসের বিরুদ্ধে টিকা উল্লেখযোগ্যভাবে কাজ করছে। টিকা গুরুতর অসুস্থতা, হাসপাতালে ভর্তি এবং মৃত্যু রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।ওপেন অ্যাক্সেস ল্যানসেট রিজিওনাল হেলথ জার্নালে বৃহস্পতিবার প্রকাশিত এই গবেষণায় ২০২০ সালের ১৫ ডিসেম্বর থেকে চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত বিওমন্ট হাসপাতালের ১১০০ জনেরও বেশি প্রাপ্তবয়স্ক রোগীদের পর্যবেক্ষণ করা হয়েছে। তাদের সবারই করোনা হয়েছিল।গবেষণায় দেখা গেছে যে,সম্পূর্ণভাবে টিকা দেওয়া রোগীদের হাসপাতালে ভর্তির হার এবং জরুরি কেন্দ্র পরিদর্শন হার ৯৬% কম। কর্মকর্তারা বলছেন , যাদেরকে সম্পূর্ণভাবে টিকা দেওয়া হয়েছিল তাদের মধ্যে ১% রোগীদের করোনাভাইরাসের জরুরী পরিষেবার প্রয়োজন হয়েছিল। গবেষণার সময়কালে সম্পূর্ণভাবে টিকা নেওয়া ব্যক্তিদের মধ্যে প্রতি ১০০০০০ জনের মধ্যে জরুরি ভিত্তিতে হাসপাতালে যাওয়ার প্রয়োজন নয় ১.২৯ জনের, প্রতি ১০০০০০ এর মধ্যে আংশিকভাবে টিকা দেওয়া রোগীদের হাসপাতালে যাওয়ার হার ছিল ১২.৮৮ জনের এবং প্রতি ১০০০০০ এর মধ্যে টিকা না দেওয়া রোগীদের মধ্যে হাসপাতালে গিয়েছিল ২২.৬১ জন। গবেষক ডা: অমিত বাহি যিনি রয়্যাল ওকের বিউমন্ট হাসপাতালের জরুরি সেবার চিকিৎসক এবং ইমার্জেন্সি আল্ট্রাসাউন্ডের পরিচালক সেই তিনি গত বৃহস্পতিবার একটি বিবৃতিতে বলেন, “এই গবেষণা প্রমাণ করে যে,করোনাভাইরাসের টিকা আপনাদেরকে গুরুতর করোনা রোগ, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর হাত থেকে রক্ষা করে। মূল বিষয় হল করোনার জন্য আপনাদেরকে হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই।তবে টিকা নেওয়ার পর করোনায় সংক্রমিত হলেও সেটা মারাত্মক পর্যায়ে যাবে না। শরীরকেও খুব একটা ক্ষতিগ্রস্ত করতে দেবে না এবং আপনারা মারা যাবেন না।”

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024