শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মিশিগানে একুশ উদযাপন

মিশিগান প্রতিদিন ডেস্কঃ মিশিগান স্টেটের হ্যামট্র্যামিক সিটি হলে সিটি অফ হ্যামট্রামিকের পক্ষ থেকে একুশে ফেব্রুয়ারি তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।

হ্যামট্রামিক সিটির জুসম্যান পার্কে ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে হ্যামট্রামিক সিটির মেয়র আমির গালিব, কাউন্সিলর নাইম চৌধুরী, মুহিত মাহমুদ, আমান্ডা জোকায়াস্কি সহ মিশিগানবাসী অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

মিশিগানের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যথাযোগ্য মর্যাদায় মহান ভাষা দিবস অমর একুশে পালন করেছে।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান,

মিশিগান স্টেট আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জালালাবাদ সোসাইটি অব মিশিগান,

বাংলাদেশি আমেরিকান পলিটিকাল কাউন্সিল( বিএপিসি), সিলেট সদর দক্ষিণ সুরমা,

বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএ,গোলাপগঞ্জ সমিতি অব মিশিগান (১), বাংলা প্রেস ক্লাব মিশিগান,

গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ, বঙ্গবন্ধু পরিষদ মিশিগান, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ,

গোলাপগঞ্জ সমিতি অব মিশিগান (২) এবং আরো অনেকেই।

সংক্ষিপ্ত এক আলোচনায় কাউন্সিলর নাইম চৌধুরী, মুহিত মাহমুদ এবং সাবেক কাউন্সিলর আবু মুসা নবীন প্রজন্মের উদ্দেশ্যে বলেন,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলার ঐতিহাসিক প্রাঙ্গণ থেকে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির এই দিনে ছাত্রসমাজ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে মিছিল করে ১৪৪ ধারা ভঙ্গ করে। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশ গুলি চালালে সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকে নিহত হন। তাঁদের আত্মত্যাগেই আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

All Rights Reserved ©2024