শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মিশিগানে করোনায় মৃত্যু ও আক্রান্ত বাড়ছে

মিশিগানে করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু ও আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। মিশিগান স্বাস্থ্য ও সমাজ সেবা বিভাগ জানিয়েছে, গত দুইদিনে করোনার সংক্রমণে ৮৩ জনের মৃত্যু হয়েছে। আর সংক্রমণ শনাক্ত হয়েছে ১৫ হাজার ৮৭৮ জনের। প্রতিদিন গড়ে নতুন সংক্রমণ শনাক্তের সংখ্যা ৭ হাজার ৯৩৯ জনের।

এদিকে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রগুলি ৫ থেকে ১১ বছর বয়সী সমস্ত শিশুদের জন্য ফাইজার-এর টিকা অনুমোদন করার পরে শুক্রবার পর্যন্ত রাজ্যের শিশুরা ৫,১২৬,৯৫৯ টি সম্পূর্ণ ডোজ পেয়েছে। পেডিয়াট্রিক ডোজ ১২ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের দেওয়া পরিমাণের প্রায় এক তৃতীয়াংশ, এবং সুচটি ছোট, তবে অনেকটা প্রাপ্তবয়স্কদের ভ্যাকসিন ট্রায়ালের মতো, সিডিসি বলেছে যে এটি করোনা প্রতিরোধে প্রায় ৯১% কার্যকর। এবং গত বুধবার পর্যন্ত ১৬ বছর বা তার বেশি বয়সী মিশিগানবাসী ৫,৬৫৫,৪৪৩ টি একটি ডোজ পেয়েছে।

মিশিগান স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, রাজ্যে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১,১৮৮,৬৭৮ জন। আর করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ২২,৭৬৭ জন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

All Rights Reserved ©2024