বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মিশিগানে প্রবল ঝড়ো হাওয়া, ৯৫ হাজার গ্রাহক বিদ্যুৎবিভ্রাটে

শনিবার দক্ষিণ-পূর্ব মিশিগানে ব্যাপক ঝড়ো হাওয়ার কারণে হাজার হাজার বাড়িঘর এবং ব্যবসা-বাণিজ্য অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েছে। শনিবার রাত ১১ টার দিকে ডিটিই এনার্জি জানিয়েছে যে প্রায় ৯৫ হাজার গ্রাহক এখনও বিদ্যুৎবিহীন আছেন।

যদিও পরে কিছু কিছুতে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হয়েছে। ১ হাজার ৪০০ জনের বেশি কর্মী সারা দিন বিদ্যুৎ পুনরুদ্ধার করতে কাজ করেছেন। মোট ১ লাখ ৫০ হাজার গ্রাহক দিনের বেলা বিদ্যুৎ হারিয়েছিলেন, তাদের মধ্যে প্রায় ৫৫ হাজার গ্রাহকের সংযোগ ঠিক করে দেয়া হয়েছে।

ডিটিই এনার্জি সতর্কতা জারি করে তাদের ওয়েবসাইটে জানিয়েছে, তাদের কর্মীরা যে কোনও বিদ্যুৎ বিভ্রাট মোকাবেলায় প্রস্তুত রয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, “আমাদের কর্মীরা দ্রুত বিদ্যুৎ পুনরুদ্ধার করার জন্য এবং নিরাপদে কাজ করার জন্য প্রস্তুত, এবং আমরা এই কাজের গতি বাড়াতে অতিরিক্ত সহায়তার আহ্বান জানিয়েছি। দয়া করে নিরাপদে থাকুন এবং যেকোনও বিদ্যুতের লাইন থেকে কমপক্ষে ২০ ফুট দূরে থাকতে ভুলবেন না কারন আমাদের কর্মীরা জীবন্ত এবং বিপজ্জনকের মধ্যে আছে।“

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

All Rights Reserved ©2024