বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হুইটমারের করোনা পরীক্ষার ফল যা এলো

নিজস্ব ডেস্কঃ মিশিগান রাজ্যের গভর্নর গ্রেচেন হুইটমারের করোনাভাইরাস পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। তাঁর স্বামী মার্ক ম্যালোরির কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ হওয়ার পর তাকেও পরীক্ষা করা হয়।

গত বুধবার হুইটমার ঘোষণা করেছেন তিনি করোনায় আক্রান্ত হননি। তাঁর স্বামী করোনাভাইরাসে আক্রান্ত হবার পর গভর্নরকে নিয়মিত এন্টিজেন পরীক্ষা করা হয় এবং পরে পিসিআর টেস্ট করা হয়। উভয় পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে তিনি বলেন, ফার্স্ট জেন্টলম্যান মার্ক ম্যালোরির সর্দি-কাশির মতো উপসর্গ রয়েছে। তাদের দুজনেরই টিকা দেওয়া হয়েছে এবং বুস্টার শট পেয়েছেন। হুইটমার আবারও মানুষকে ভ্যাকসিন এবং বুস্টার নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, অত্যন্ত সংক্রামক ওমিক্রন ভেরিয়েন্টের বিস্তারের মধ্যে বুস্টার শটগুলি বাসিন্দাদের হাসপাতালের বাইরে রাখছে।

একজন মুখপাত্র বলেছেন, হুইটমার ল্যানসিং-এ গভর্নরের বাসভবনে স্বামী ম্যালোরি থেকে বিচ্ছিন্ন আছেন। গভর্নর এই মুহুর্তে একটি ভার্চুয়াল এবং দূরবর্তী সময়সূচী বজায় রাখবেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024