শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রবি ঠাকুর, আমি তোমার কবিতার কালো মেয়ে!

কবিঃ আফতাব মল্লিক

রবি ঠাকুর, আমি তোমার কবিতার কালো মেয়ে।
তুমি যখন আমার চোখ দুটোকে হরিণের চোখের সঙ্গে তুলনা করেছিলে –
গর্বে আমার বুক ভরে গিয়েছিল।
আর সেদিন থেকেই দু’চোখে এঁকেছিলাম হাজার স্বপ্নের ছবি।
তমাল তলে দাঁড়িয়ে কেউ অপেক্ষা করবে আমার জন্য !
আমি বাড়ির সব কাজ ফেলে –
পাগলীনি নদীর মত ছুটে যাব তার কাছে।
তাকে জড়িয়ে ধরে হারিয়ে যাবো কোনো এক স্বপ্নের দেশে!
যেখানে ও হবে আমার ঘোড়ায় চড়া রাজকুমার।
আমি মাথায় ঘোমটা টেনে বসে আছি। কখন সে আসবে।
আমি তার কোলে মাথা রেখে সঁপে দেবো, আমার জমিয়ে রাখা সবটুকু ভালোবাসা।
তারপর, অসাধারণ এক ভালোলাগায়, ভালোবাসায় কাটবে আমার সারাজীবন।
মনখারাপের ছবিরা উঁকি দেবে না কোনোদিন।
আমাকে ও আদর করে ডাকবে ‘পরী’ বলে।
আমার বিয়ে হলে , হয়তঃ স্বপ্নগুলো সত্যি হতো আমার!
কিন্তু আমার তো বিয়েই হয়নি !
ময়না পাড়ার মাঠে দাঁড়িয়ে ঈশান কোণে যে কালো মেঘটা আমি দেখেছিলাম-
সেই কালো মেঘ কেটে গিয়ে আমার জীবনের আশার সূর্যটা আর ওঠেনি।
সবাই ঘটা করে আমাকে দেখতে এসেছে।
তারপর বলেছে । এতো কালো ! বিয়ের পর একে নিয়ে বাইরে বেরোবো কি করে !
এমনকি যে ছেলের মুখটা সাইকেলের চাকায় থেঁতলে যাওয়া ব্যাঙের মতো !
সেও আমাকে অপছন্দ করে গেছে !
এক বুক অভিমান আর ঘৃণা নিয়ে মাকে বলেছিলাম !
মা, জন্মের পর আমাকে মেরে ফেললে না কেন?
কেন আমাকে রেখেছো সবার ঘৃণার পাত্রী হবার জন্য?
রবি ঠাকুর, জানি তুমি আর আসবে না ফিরে !
কিন্তু আর কেউ তো আমাদের মতো কালো মেয়ের প্রশংসা করে কবিতা লেখে না।
যে কবিতার দুটো লাইন পড়ে –
নিজের প্রশংসা শুনে –
হাজার বঞনাতেও নিজের আনন্দ খুঁজে পাবো কয়েক মুহূর্তের জন্য !

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024