মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

করোনায় আক্রান্ত বিল গেটস, আছেন আইসোলেশনে

মিশিগান প্রতিদিন ডেস্কঃ মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল (মঙ্গলবার) ডাক্তারি পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে।

করোনা আক্রান্ত হওয়া সম্পর্কে বিল গেটস নিজেই টুইটার বার্তায় বলেছেন, “করোনা টেস্টে আমি পজিটিভ হয়েছি। সামান্য কিছু উপসর্গ অনুভব করছি এবং বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলছি। পরিপূর্ণভাবে সুস্থ না হওয়া পর্যন্ত আমি আইসোলেশনে থাকবো।”

আরেকটি টুইটে তিনি লেখেন, “আমি সৌভাগ্যবান যে, আমি টিকা পেয়েছি এবং পরীক্ষা-নিরীক্ষা ও দুর্দান্ত চিকিৎসা, সেবা পেয়েছি।” প্রসঙ্গত, কয়েক মাস আগেই করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন বিল গেটস।

করোনা মহামারী ছড়িয়ে পড়ার শুরু থেকেই বিভিন্ন বিধিনিষেধ আরোপের পক্ষে প্রচারাভিযান চালিয়েছেন বিল গেটস। তিনি লকডাউন এবং সামাজিক দূরত্ব বজায় রাখা এবং করোনাভাইরাসের টিকা আবশ্যিকভাবে গ্রহণের ওপর জোর দিয়ে আসছেন। তিনি নিজে ডাক্তার না হলেও তার এই মতামতকে সারাবিশ্ব বিশেষভাবে গুরুত্ব দিয়েছে কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় গেটস ফাউন্ডেশন বিপুল পরিমাণ অর্থ অনুদান দিয়ে থাকে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১