ক্যাপিটল হিল দাঙ্গা: সাক্ষ্য দিতে ট্রাম্পের বিরুদ্ধে সমন জারি

অনলাইন ডেস্কঃ দাঙ্গার ঘটনায় সাক্ষ্য দিতে সমন জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে।সমন অনুযায়ী তিনি হাজির না হলে তাকে কারাদণ্ডের মুখোমুখি হতে হবে। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প হেরে যাওয়ায় তার ক্ষুব্ধ সমর্থকরা ফলাফল চূড়ান্ত করার প্রক্রিয়া চলার সময় কংগ্রেস ভবনে নজিরবিহীন হামলা চালায়। অভিযোগ ওঠেছে, এর পেছনে ট্রাম্পের উস্কানি ছিল।

কংগ্রেসের প্যানেল থেকে পাঠানো সমনে ট্রাম্পকে বলা হয়েছে, নির্বাচনকে পাল্টে দিতে যে কোনো মার্কিন প্রেসিডেন্টের মধ্যে আপনিই প্রথম ও একমাত্র কেন্দ্রীয় ব্যক্তি। আপনি জানতেন এ ধরনের কাজ অবৈধ ও অসাংবিধানিক।

এর আগে, ট্রাম্পের সাবেক কৌশলবিদ স্টিভ ব্যাননকে কংগ্রেস অবমাননার জন্য শুক্রবার চার মাসের কারাদণ্ড দেওয়া হয়। কারাদণ্ড ছাড়াও ব্যাননকে সাড়ে ছয় হাজার ডলার জরিমানা দিতে হবে।