শুঁটকি পান নিয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে বড় অংকের জরিমানা

অনলাইন ডেস্ক: ব্যাগভর্তি গরুর কাঁচা মাংস, শুকনা চাল, শুঁটকি, রসুন, লেবু, পান এবং  বিভিন্ন জাতের সবজির বীজ নিয়ে আসায় ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে এক বাংলাদেশি দম্পতিকে জরিমানা করা হয়েছে।

জানা গেছে, গত ১২ আগস্ট ওই দম্পতির ব্যাগে ইউএস কাস্টমসের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর যুক্তরাষ্ট্রে আমদানি-নিষিদ্ধ ৪৪ পাউন্ডের একটি বিশাল চালান শনাক্ত করে। এসব নিষিদ্ধ পণ্যসামগ্রী বাংলাদেশ থেকে এনেছিলেন এ দম্পতি। এ জন্য তাদের মোটা অঙ্কের জরিমানা করা হয়।

ঘটনাটির সংবাদ যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে ফলাও করে প্রকাশ ও প্রচারিত হয়। নিষিদ্ধ পণ্যসমূহ আগুনে পুড়িয়ে ফেলার সংবাদও প্রকাশ হয়। কর্মকর্তারা জানান, অবৈধভাবে আমেরিকায় আনা কৃষিজ সামগ্রী প্রাণী বা উদ্ভিদরোগ এবং আক্রমণাত্মক পোকামাকড় সৃষ্টি বা আগাছা প্রবর্তন করতে পারে। সে জন্যই সবকিছু ধ্বংস করা হয়েছে।