বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছেন ১ হাজার ৩০৪ জন

প্রাণঘাতী রোগ করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছেন ১ হাজার ৩০৪ জন।এছাড়া একই সময়সীমায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯০ হাজার ৩৭০ জন।এটি ছিল শুক্রবার করোনায় যুক্তরাষ্ট্রে মৃত্যু ও নতুন আক্রান্ত রোগীর পরিসংখ্যান।আগের দিন, বৃহস্পতিবার দেশটিতে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ৭৫ হাজার ১৯৬ জন এবং মারা গিয়েছিলেন ১ হাজার ২৯১ জন।এক দিনের ব্যবধানে দেশটিতে নতুন আক্রান্ত রোগী বেড়েছে ১৫ হাজার ১৭৪ এবং মৃতের সংখ্যা বেড়েছে ৭৯ জন।বিশ্বজুড়ে করোনা মহামারি শুরুর পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স এ তথ্য জানিয়েছে।২০২০ সালে বিশ্বে করোনা মহামারি শুরুর পর থেকে এ রোগে মোট আক্রান্ত ও মৃত্যুর হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ৪০১ জন এবং মারা গেছেন মোট ৬ লাখ ৫৩ হাজার ৪০৫ জন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024