বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কাবুলে নিহত মার্কিন সেনাদের স্মরণে ভারতীয়দের মোমবাতি প্রজ্বলন

গত সপ্তাহে কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন মার্কিন সৈন্য নিহত হয়েছেন।তাদের স্মরণে ও আত্মার শান্তি কামনায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে মোমবাতি প্রজ্বলন করেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকরা।খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএনআই।প্রতিবেদনে বলা হয়, তালেবান কর্তৃক কাবুল দখল করার পর মানুষকে সেখান থেকে নিরাপদে সরিয়ে নিয়ে আসতে আফগানিস্তানে ৬ হাজার মার্কিন সেনা মোতায়েন করেন প্রেসিডেন্ট জো বাইডেন।নিহত ১৩ সেনা এই গ্রুপটির সদস্য।হামলায় আরও অন্তত ১৭০ জন আফগান নিহত হন।যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক সিটি, নিউ জার্সি, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস, আটলান্টা, হোস্টন, বোস্টন, ডালাস, শিকাগো এবং কলম্বাসসহ অন্তত ২৫টি শহরে মোমবাতি প্রজ্বলন করেছেন ভারতীয়রা।অসংখ্য মানুষ সেখানে জড়ো হয়ে নিহত সেনাদের স্মরণ এবং তাদের জন্য দোয়া করেন।তারা নিহতদের পরিবারের প্রতিও সহমর্মিতা প্রদর্শন করেন।এই আয়োজনের অন্যতম সমন্বয়ক ড. সুরিনদের কাউল এবং আচলেস আমার বলেন, ভারত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ বিশ্বের ভালো মানুষদের থেকে জঙ্গিরা কোনোভাবেই শক্তিশালী নয়।এ কারণেই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবো, একে অন্যকে সমর্থন করবো এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রতিশ্রুতি ও মূল্যায়ন শেয়ার করার মধ্য দিয়ে একত্রিত হবো।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024