শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গর্ভে অন্যের সন্তান জন্মানোর অভিযোগে মামলা

সন্তান জন্মের তিন মাস পার হওয়ার পর দেখা গেল বাবা-মায়ের সঙ্গে মিলছে না শরীর ও চুলের রং। তা নিয়ে সংশয়ে পড়ে গেলেন শিশুটির পরিবার। এরপর করা হলো ডিএনএ টেস্ট। আর তাতেই বেরিয়ে এলো প্রকৃত সত্য।

যুক্তরাষ্ট্রের এক দম্পতি ভুল করে অন্যের সন্তান ‘দেয়ার’ অভিযোগে আইভিএফ ক্লিনিকের বিরুদ্ধে মামলা করেছেন৷ সন্তান কোলে আসার কয়েক মাস পরে ওই দম্পতি জানতে পারেন সন্তান আসলে তাদের নয়৷

ডিএনএ টেস্ট না করালে ক্যালিফোর্নিয়ার ওই দম্পতি জানতেই পারতেন না যে, ভ্রূণ অদলবদলের কারণে অন্যের সন্তান চলে এসেছে তাদের কোলে৷

ডাফনা কার্ডিনালে আর তার স্বামী আলেকজান্ডার কার্ডিনালে শিশু সন্তান নিয়ে নিশ্চিন্তে ক্লিনিক থেকে ফিরেছিলেন বাড়িতে৷

মাস তিনেক পর একদিন চোখে পড়লো তাদের সন্তানের চুল কুচকুচে কালো আর গায়ের রংটাও তাদের পরিবারের কারো সঙ্গেই মেলে না৷ ততদিনে সন্তানের মায়ায় জড়িয়ে গেছেন বাবা-মা৷ মনে সন্দেহ উঁকি দিলেও ডাফনা আর আলেকজান্ডারতাই চেয়েছিলেন বিষয়টা চেপে যেতে৷ কিন্তু মনে সংশয় থেকে যাওয়ায় শেষ পর্যন্ত ডিএনএ টেস্ট করালেন এবং তাতেই বেরিয়ে এলো প্রকৃত তথ্য৷ আরো খোঁজ নিয়ে জানা গেল, ২০১৯ সালের সেপ্টেম্বরে আসলে অন্যের সন্তান নিয়ে বাড়ি ফিরেছিলেন তারা৷

তবে ভুলটা হয়েছিল আরো আগে৷ ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ )প্রক্রিয়ায় সন্তানের মা হতে ডাফনা যে ক্লিনিকে গিয়েছিলেন, সেই ক্লিনিকের এক ডাক্তার দুটি ল্যাবের সঙ্গে যুক্ত ছিলেন৷ সে কারণেই প্রথমে ভ্রূণ অদলবদল এবং পরিণামে গর্ভ এবং সন্তান অদলবদল৷

শেষ পর্যন্ত খুব কষ্ট হলেও ডাফনা অবশ্য পেলেপুষে বড় করতে গিয়ে মায়ার বন্ধনে জড়িয়ে পড়া শিশুটিকে ‘প্রকৃত’ মায়ের কোলে তুলে দিয়েছেন৷ সেই মায়ের গর্ভে জন্ম নেয়া নিজের সন্তানকেও নিয়ে এসেছেন নিজের কাছে৷

পাশাপাশি সেই ডাক্তার এবং তার লস এন্জেলেসভিত্তিক প্রতিষ্ঠান ক্যালিফোর্নিয়া সেন্টার ফর রিপ্রোডাক্টিভ হেল্থ (সিসিআরএইচ)-এর বিরুদ্ধে মামলাও করেছেন ডাফনা-আলেকজান্ডার দম্পতি৷ অন্য দম্পতি আপাতত নাম প্রকাশে অনিচ্ছুক৷ তবে সিসিআরএইচ-এর বিরুদ্ধে মামলা করবেন তারাও৷

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024