শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

জুম মিটিংয়ের সময় দুই বছরের সন্তানের গুলিতে মায়ের মৃত্যু

জুম মিটিংয়ের সময় যুক্তরাষ্ট্র ফ্লোরিডায় দুই বছরের শিশু তার মাকে মাথায় গুলি করে হত্যা করে। ঐ বন্দুকটি শিশুটির ব্যাকপ্যাকে রেখেছিল তার বাবা। শিশুর নাগালের বাইরে বন্দুক রাখতে ব্যর্থ হওয়ায় গ্রেফতার করা হয় ভেনড্রে অ্যাভেরি (২২) নামের একজন ব্যক্তিকে।

তদন্তকারীরা জানিয়েছেন, বাবা অ্যাভেরি বন্দুকটি ছেলের ব্যাকপ্যাকে সংরক্ষণ করেছিল। এবং ২ বছর বয়সী ছেলেটি ১১ আগস্ট ব্যাগের মধ্যে বন্দুকটি খুঁজে পায় এবং তার মা শামায়া লিনের মাথায় একক গুলি করে।

গুলির শব্দ শুনার সাথে সাথেই জুম কলে থাকা একজন সহকর্মী ৯১১ এ ফোন করে বলেন, আমাদের জুম কলের মধ্যে একজন সহকর্মীর রক্তক্ষরণ হচ্ছে, তিনি মারা যাচ্ছেন, তার বাচ্চা পিছনে কাঁদছে।কিন্তু তিনি তার সহকর্মী লিনের বয়স বা কোথায় থাকেন তা পুলিশকে বলতে পারেননি। ঘটনার সময় অ্যাভেরি দূরে ছিলেন। শব্দ শুনার পর তিনিও ৯১১ এ ফোন করে লিনকে বাচানোর জন্য অনুরোধ করেছেন।

আল্টামোন্ত স্প্রিংস পুলিশ জানিয়েছে, ভেনড্রে অ্যাভেরির বিরুদ্ধে হত্যাকাণ্ড এবং একটি আগ্নেয়াস্ত্র নিরাপদে সংরক্ষণ করতে ব্যর্থতার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, তাকে গত মঙ্গলবার পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১