বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

টিকা না নিলে মার্কিন নৌবাহিনী থেকে বহিষ্কার!

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বলেছে, ২৮ নভেম্বর সময়সীমার মধ্যে যে নৌ সেনা কভিড-১৯ প্রতিরোধে টিকা নেবে না, তাকে মার্কিন নৌবাহিনী থেকে বহিষ্কার করা হবে। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়, ‘কভিড-১৯ টিকা সব সামরিক সদস্যের জন্য বাধ্যতামূলক।

যাদের টিকা গ্রহণ পেন্ডিং আছে অথবা অনুমোদিত অব্যাহতি ছাড়া যারা নির্দিষ্ট মেয়াদের মধ্যে টিকা গ্রহণ করবে না, তাদের বহিষ্কারের প্রক্রিয়া শুরুর ব্যাপারে নৌবাহিনী তাদের পরিকল্পনা ঘোষণা করেছে।’
পেন্টাগনের প্রথম স্পষ্ট নির্দেশনা ছিল যে আগস্টের মধ্যে সেনাবাহিনীর সব সদস্যকে টিকা নিতে হবে। যারা টিকা নেবে না তাদের বহিষ্কার করা হবে। নৌবাহিনী বলেছে, ৩ লাখ ৫০ হাজার সক্রিয় নৌ সেনার মধ্যে ৯৮ শতাংশ টিকা গ্রহণ প্রক্রিয়ায় রয়েছে অথবা সম্পন্ন করেছে।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি গত মঙ্গলবার বলেছেন, ১৪ লাখ সক্রিয় সেনা সদস্যের ৯৬.৭ শতাংশ অন্তত এক ডোজ টিকা নিয়েছেন এবং ৮৩.৭ শতাংশ দুই ডোজ টিকা নিয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024