মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রে কমল আইসোলেশনের সময়

মিশিগান প্রতিদিন ডেস্কঃ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত উপসর্গবিহীন রোগীদের জন্য সেল্ফ-আইসোলেশনের মেয়াদ ১০ দিন থেকে কমিয়ে ৫ দিন করা হয়েছে। সিবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলেছে, আইসোলেশনের পর উপসর্গবিহীন আক্রান্তদের আরো ৫ দিন অন্যদের আশপাশে থাকার সময় মাস্ক পরে থাকতে হবে। আগে আইসোলেশনের মেয়াদ ছিল ১০ দিন।

তবে করোনায় আক্রান্তদের মধ্যে যাদের উপসর্গ নেই, তারা ৫ দিন আইসোলেশনে থেকে পরে মাস্ক ব্যবহার করলেই চলবে। যারা করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন, তারা ভাইরাসের সংস্পর্শে এলেও কোয়ারেন্টিনে থাকতে হবে না। অবশ্য তাদেরও ১০ দিন মাস্ক পরে থাকতে হবে।

সিডিসির পরিচালক রোসেল ওয়েলনস্কি বলেছেন, ‘ভাইরাসটির বিস্তার এবং টিকা ও বুস্টার ডোজের মাধ্যমে পাওয়া সুরক্ষা সম্পর্কে আমরা যা জেনেছি তার সঙ্গে আইসোলেশন ও কোয়ারেন্টাইনের সঙ্গতি সাধনের জন্যই এসব সুপারিশ করেছে সিডিসি।’

যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস সংক্রমণের ৭৩ শতাংশই এখন ওমিক্রন আক্রান্ত বলে গত সপ্তাহে জানিয়েছিল সিডিসি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024