শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ও আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৪১

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় আইডার প্রভাবে টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় দেশটির উত্তর-পূর্বাঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রয়োজন বড় ধরণের তহবিল।অবকাঠামো, সেতু-সড়ক, বিদ্যুৎ সংযোগ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা আরও আধুনিকীকরণের ওপর জোর দিবে তার সরকার।জানান, ভয়াবহ চ্যালেঞ্জের মুখোমুখি যুক্তরাষ্ট্র।বন্যায় কোমর পানিতে তলিয়ে গেছে শহরগুলোর বেশিরভাগ রাস্তাঘাট।ডুবে গেছে সাবওয়ে, পানি উঠেছে ঘরবাড়িতেও।এরমধ্যে নিউইয়র্কে এক শিশুসহ ১৪ জনের মৃত্যু হয়েছে।আর নিউজার্সিতে ২৩ বাসিন্দার মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।দুটি রাজ্যেই জারি করা হয়েছে জরুরি অবস্থা। ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়া ও কানেকটিকাটে মারা গেছেন আরও ৩ জন।বড় ধরনের দুর্ঘটনা এড়াতে, ট্রেন চলাচল ও বিমান ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ বেশিরভাগ সাবওয়ে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024