শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি ছাত্র নিহত, বিচারের দাবিতে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের বস্টনের কেমব্রিজে পুলিশের গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক তরুণ। ওই তরুণ ছুরি হাতে পুলিশের দিকে তেড়ে যাচ্ছিলেন বলে বস্টন পুলিশ বিভাগের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।নিহতের নাম সৈয়দ আরিফ ফয়সাল, তার বয়স ২০ বছর।

সৈয়দ ফয়সাল আরিফের ‍মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না প্রবাসীরা৷ এই মৃত্যুর বিচারের দাবিতে গত বৃহস্পতিবার দুপুরে কেমব্রিজ সিটি হল প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ হয়৷ প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও আরিফের সহপাঠীরা অংশ নেন সেখানে৷

মা-বাবা একমাত্র ছেলে আরিফ বছর সাতেক আগে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে যুক্তরাষ্ট্রে আসেন৷ ২০ বছর বয়সি এই তরুণ পড়ালেখা করছিলেন ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস আমহার্স্টের বস্টন ক্যাম্পাসে৷

আরিফের বাবা মো. মুজিবউল্লাহ স্থানীয় সাংবাদিকদের বলেছেন, “ও ছিল খুবই মেধাবি৷ আশা করেছিলাম সে ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার হবে কিন্তু এখন সব আশা শেষ হয়ে গেল৷”

ডাবলিউসিবিভি বস্টনের প্রতিবেদনে বলা হয়েছে, কেমব্রিজ শহরের চেস্টনাট স্ট্রিটে ঘটনাটি ঘটে বুধবার রাত সোয়া ১১টার দিকে৷ হটলাইনে পুলিশ খবর পায়, এক তরুণ ছোরা হাতে একটি অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে বেরিয়েছে৷ পরে পুলিশ সেখানে যায় এবং তাদের গুলিতে প্রাণ হারায় আরিফ৷

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All Rights Reserved ©2024