কবিঃ মহীতোষ গায়েন
ছেলেটি মেয়েটি হেঁটেই চলেছে এই বসন্ত পথে পথে
পলাশের কত কুঁড়ি কুড়িয়েছে লাগাতে হৃদয় ক্ষতে,
কত দিন গেছে খুনসুটি করে কত যে বিরহ জ্বালা…
কথায় কথায় বেড়েছে তাদের প্রেমের গাছপালা।মরমে তাদের সুখের স্বপ্ন,মরমে বসন্ত দিনের ঢেউ…
এভাবে তাদের দেখা হবে ভাবেনি কখনো কেউ;
কত দিন গেছে বিকেল এসেছে সাঁঝবেলা বয়ে যায়
শিমুল পলাশে রাতচরা পাখি ফাগুনের গান গায়।ছেলেটি মেয়েটি হেঁটেই চলেছে বসন্ত পথে একা
চিরবসন্ত মনবসন্ত পথে তাদের হঠাৎ করেই দেখা…
ফাগুন হাওয়ায় ভেসে আসে সে মিলন-সুরের রাগ,
অনুরাগ ভরা বিরহ বাতাসে বয় নব-বসন্ত-ফাগ।
সর্বশেষ
বসন্ত পথে পথে
-
মিশিগান প্রতিদিন ডেস্ক - আপডেট ০৭:৫২:৫৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
- ৪৮ পাঠক
Tag :
















