সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

অমর একুশে

কবিঃ মোহাম্মদ আংগুর মিয়া

বায়ান্নতে যা হয়েছিল শুরু
শেষ হল একাত্তরে
বাঙালি লিখলো গর্বের সাথে
“বাংলাদেশ” বাংলা অক্ষরে।

প্রাণ দিয়ে ইতিহাস রচনা করলো
রাখলো মাতৃভাষার সন্মান
বাঙালি এক গর্বিত বীরের জাতি
পৃথিবীতে হয়ে গেল প্রমান।

বঙ্গবন্ধু যেদিন দিলেন বাংলায়
ভাষণ ইউনাইটেড নেশনে
বাঙালি জাতি আবার গর্বিত হলো
ঐ দিন পৃথিবীর সামনে।

বঙ্গবন্ধুর দেয়া বাংলা ভাষণ
ইতিহাসে স্থান করে নিলো
উনিশশো চুয়াত্তরের পঁচিশ
সেপ্টেম্বর ঐ ভাষণ দেয়া হয়েছিল।

বাংলাভাষা আজকের দিনে
পৃথিবীতে অনেক পরিচিত
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
হিসাবে হয়ে থাকে পালিত।

বাংলায় লেখা রাস্তার নাম রয়েছে
লন্ডনের বাংলা টাউনে
গর্বিত হই আমরা বাঙালি হিসাবে
মাতৃভাষার কারণে।

বিদেশের মাটিতে দুই বাঙালির
যখন হয় পরিচয়
একে অন্যকে জড়ায়ে ধরে
মাতৃভাষায় করে কুশল বিনিময়।

অনেক শ্রদ্ধার সাথে ভাষা বীরদেরকে
আমরা করে থাকি স্মরণ
যাঁদের ত্যাগের বিনিময়ে আমাদের
আজকের এই অর্জন।

ফেব্রুয়ারী মাস মানেই ভাষার মাস
যে কথা আসে মনেতে
ভাষার জন্য যারা শহীদ হয়েছিল
ঢাকার রাজপথে।

সালাম ও বিনম্র শ্রদ্ধার সাথে ভাষা
শহীদদের আমরা স্মরণ করি
চিরদিন অমর হয়ে বেঁচে থাকবে
বাঙালির প্রাণে একুশে ফেব্রুয়ারী।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024