মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আবহাওয়া সঙ্কট নিরসনে শুরু হলো বিশ্ব পানি সপ্তাহ

পৃথিবীর প্রায় সমস্ত জীবের জন্যই পানি অত্যাবশ্যকীয়। মানব জাতিসহ অন্যান্য প্রাণীর জীবনধারণের জন্য সুপেয় পানি অপরিহার্য।শুরু হয়েছে বিশ্ব পানি সপ্তাহ ২০২১ সম্মেলনের কার্যক্রম। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল ওয়াটার ইনস্টিটিউটের এই আয়োজন ১৯৯১ সাল থেকে শুরু হয়েছে, যা এখনো অবাধ চলমান। এবারের সম্মেলনে আবহাওয়ার বৈশ্বিক প্রভাব, গোটা বিশ্বে বিশুদ্ধ পানির সংকট, দূষিত পানি থেকে রোগ ছড়ানো, জীবন ও ফসল বাঁচাতে পানি নিয়ে বিশ্ব নেতাদের ভাবনা থাকছে আলোচনার শীর্ষে। সোমবার থেকে শুরু হয়ে এ সম্মেলন চলবে ২৭ আগস্ট পর্যন্ত। আবহাওয়া সংকট নিরসন, দারিদ্র্য হ্রাস ও জীববৈচিত্র্য সংরক্ষণই এ সম্মেলনের মূল লক্ষ্য। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল ওয়াটার ইনস্টিটিউটের আয়োজনে ভার্চুয়াল এ সম্মেলনে প্রতিবারের মতো এবারও যোগ দিচ্ছেন জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিশ্বের প্রায় সব দেশের আগ্রহী বিশেষজ্ঞ, সরকারি-বেসরকারি প্রতিনিধি, পেশাজীবী, শিক্ষাবিদ, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।পানির সঙ্গে সম্পর্কিত সব ধরনের সংকট থেকে উত্তরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সুইডেনের এ প্রতিষ্ঠানটি। টানা সাতদিনব্যাপী আয়োজিত সম্মেলনে থাকছে চারশ সেশন। কার্বন নিঃসরণ, প্রাকৃতিক সম্পদের ক্ষয়রোধ, টেকসই উন্নয়নের লক্ষ্য পূরণ করাসহ আরও নানা ইস্যু আলোচনায় প্রাধান্য পাবে। আয়োজকরা বলছেন, আন্তর্জাতিকভাবে সমস্যা সমাধানের লক্ষ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে একই প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছেন তারা। সম্প্রতি আবহাওয়ার নেতিবাচক প্রভাবে প্রাকৃতিক দুর্যোগ কয়েকগুণ বেড়ে গেছে গোটা বিশ্বে। খরা, বন্যা, অতিরিক্ত তাপপ্রবাহে জনজীবনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক সম্পদও। ফলে এ ধরনের সম্মেলন আয়োজনের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। আবহাওয়ার পরিবর্তন নিয়ে আরও বেশি সচেতন হওয়ার তাগিদ তাদের।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024