সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

উড়ে গেল সুরের পাখি

কবিঃ শাহী সবুর

উড়ে গেল সুরের পাখি
মায়ার বাঁধন ছিড়ে,
আর কোনদিন আসবে না সে
ফিরে মানব নীড়ে।।

সুর সাগরে ভাসবে না আর
তুলে সুরের ঢেউ,
কোকিল কন্ঠে গান শুনাতে
আসবে না আর কেউ।

তবু বলি শিল্পী তুমি
থাকবে প্রতিক্ষণে,
তোমার সুরের যাদুর বাঁশি
বাজবে সবার মনে।

পৃথিবীকে দিয়ে গেলে
অনেক উপহার,
তোমার স্মৃতি ভুলে যাবে
সাধ্য আছে কার?

শিল্পী আত্মার হয়না মরণ
মানব মনে থাকে,
ভালোবেসে মানুষ তাকে
অমর করে রাখে।

মানব কুলে তোমার স্মৃতি
থাকবে সবার মুখে,
দোয়া করি তোমার আত্মা
থাকে যেন সুখে।।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024