সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নিউইয়র্কের ব্রঙ্কসে পুলিশের ওপর নারীর আক্রমণ, ধস্তাধস্তি

নিউইয়র্কের ব্রঙ্কসে এক পুলিশ অফিসারের ওপর আক্রমণ করেন এক নারী। তাকে তাৎক্ষণিকভাবে সামলাতে গিয়ে পুলিশের সঙ্গে ওই নারীর ধস্তাধস্তি হয়। এই ঘটনার ভিডিও প্রকাশিত হয়েছে। নিউইয়র্ক পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে।

দ্য পোস্টের ভিডিওতে দেখা গেছে, ব্রঙ্কস প্রিসিনক্ট স্টেশন হাউসের সামনে হঠাৎ করে নিউইয়র্ক পুলিশের একজন অফিসারের ওপর আক্রমণ করেণ। ওই অফিসার তখন তাকে মাটিতে আটকে রাখার জন্য লড়াই করছিলেন।

ফুটেজে দেখা যাচ্ছে, ডেকাতুর অ্যাভিনিউয়ের বাসিন্দা ২৯ বছর বয়সী সন্দেহভাজন পেনেলোপ হার্নান্দেজ রাত সাড়ে ১০টার দিকে অফিসারের মুখে ঘুষি মারেন। এরপরই তাকে ঠেকাতে পুলিশ অফিসার চেষ্টা করতে থাকেন। এরপর দুইজন ব্যক্তি এসে (তাদের মধ্যে একজন পুলিশের ইউনিফর্ম পরা) ওই নারীকে আটক করতে সক্ষম হন।

পুলিশ জানিয়েছে, পেনেলোপ হার্নান্দেজের বিরুদ্ধে পুলিশ অফিসারের উপর হামলা, গ্রেফতার প্রতিরোধ এবং সরকারী প্রশাসনে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ এক মুখপাত্র বলেছেন, নারীর ঘুষিতে পুলিশ অফিসারের মুখের বাম দিয়ে ক্ষত হয়েছে। ফুলে গেছে এবং যথেষ্ট ব্যথা হয়েছে। আওয়াজবিডি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All Rights Reserved ©2024