কবিঃ সৈয়দ ইসমাইল হোসেন জনি
চৌদ্দই ফেব্রুয়ারি হইলো
প্রেমের অমোঘ কেচ্ছা,
আমার পক্ষ থেকে রইলো
ভালোবাসার শুভেচ্ছা ।
বিশ্ব ভালবাসা দিবসের
অফুরন্ত আবেদন ,
প্রেমের বীজ বুনে সবাই
সঙ্গে নিয়ে প্রিয়জন ।
ভালবাসার বহিঃপ্রকাশ
বেশি হয় এইদিনে ,
মনের মানুষ আছে যার
তারে দেয় ফুল কিনে ।
ভালবাসা দিবসে আমার
তোমাকে মনে পড়ছে ,
তোমায় দেখার জন্য মন
কেমন যেনো করছে ?
আমার বুকের ভালবাসা
সবই তোমার জন্য ,
একে-অন্যকে ভালবাসিয়া
জীবন করব ধন্য ।
ভালবাসা দিবসে আমরা
ফোটাবো প্রেমের ফুল ,
একে অন্যকে ভালবাসায়
তাতে কোনো নাই ভুল ।
মিশবো দু’জন পরস্পরে
সব বাধা ছিন্ন করে ,
প্রেমের খেলায় মত্ত হবো
ভালোবেসে অকাতরে ।
এই দিবসে প্রেম পরশে
মেতে রবো রঙ্গ রসে ,
ভালবাসা বিনিময় হবে
আজকে প্রেম দিবসে ।
ভালবাসা দিবসে আমরা
দীপ্ত শপথ করবো ,
প্রেমকে জয় করার জন্য
শক্ত বন্ধন গড়বো ।
ভালবাসায় বৈষম্য নাই
যাকে যার ভালো লাগে ,
সকাল সন্ধ্যা প্রতি প্রহরে
তার স্মৃতি মনে জাগে ।
খাঁটি প্রেমিক হৃদয়ে করে
ভালবাসাকে লালন ,
বিশ্ব ভালবাসা দিবসকে
করবো সদা পালন ।
অকাতরে আমি ভালবাসি
ভাবি নাকো লাভ লস
আমার কাছে প্রতিদিনই
ভালবাসার দিবস ।
এস.আই.জনি ভালোবাসে
অকাতরে প্রাণ খুলে ,
ভালবাসার মিষ্টি পরশে
নিজেকেই যায় ভুলে ।
অশুদ্ধ প্রেম বর্জন করে
বিশুদ্ধ প্রেম করবো ,
প্রতিটি মানুষের অন্তরে
প্রেমের সিন্ধু গড়বো ।
অশালীন বেহায়াপনার
লাগাম ধরবো কষে ,
সেই প্রতিজ্ঞা হোক সবার
এ ভালোবাসা দিবসে ।
সম্পর্কের বন্ধন গড়বো
রবোনা কেউ নিরস,
বিশ্বের সাথে মিলে করবো
ভালোবাসার দিবস ।